রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে অন্য ট্রলারের ধাক্কায় সাগরে ডুবে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে কুয়াকাটা থেকে অন্তত ৯০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের গভীরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, রবিবার সরোয়ার গাজীর মালিকানাধীন এফবি সরোয়ার নামে একটি ট্রলারে ১৫ জেলে নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যায়। রাত ৮টার দিকে চট্রগ্রাম থেকে আসা একটি ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলার থেকে পড়ে জাহিদুল ইসলাম সাগরে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির দুই ঘন্টা পর অন্য জেলেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে।