মেহেদী হাসান সাকিব, স্টাফ রির্পোটার: শেরপুরের নালিতাবাড়ীতে ‘ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’ নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর), সকাল ১০ টায় নালিতাবাড়ী পৌর ভবনের সম্মুখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহ্বাজ আবু বক্কর সিদ্দিক।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক ঈমন খান, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল রহমান ,সাংগঠনিক সম্পাদক নয়ন, আবু সায়েম, দপ্তর সম্পাদক ফাহিয়ান শাহীন, প্রচার সম্পাদক মেরিনা আক্তার, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক মিলন, সাধারন সম্পাদক মানিক মিয়া সহ শেরপুর ও নালিতাবাড়ী ডিভাইনের সকল সদস্যবৃন্দ।
ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক মিলন বলেন,মানবতার টানে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই এবং মানুষের জন্য কাজ করে যেতে চাই।রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই আমাদের এই আয়োজন।