1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

‘অরিন্দম শীল অত্যন্ত বদমাশ, বদ লোক’

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউডের দর্শকপ্রিয় অভিনেতা-নির্মাতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।

অরিন্দম শীল পরিচালিত ‘ভূমিকন্যা’ ধারাবাহিক নাটকের চিত্রনাট্য শোনানোর জন্য তার অফিসে ডাকেন রূপাঞ্জনাকে। বিকাল ৫টা সময় তার অফিসে পৌঁছান তিনি। কিন্তু অরিন্দমের অফিসে প্রোডাকশনের এক ছেলে ছাড়া আর কেউ ছিল না। অফিস ফাঁকা দেখে অস্বস্তিতে পড়েন রূপাঞ্জন। এ অভিনেত্রীর ভাষার, ‘অফিসে ঢুকতেই আমাকে জিজ্ঞাসা করেন চা খাব কিনা? তারপর প্রোডাকশনের ছেলেটি চা দিয়ে চলে যায়। এসময় অফিসে শুধু আমরা দু’জন। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। অফিসটা এত ভেতরে যে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। এদিকে অরিন্দম হঠাৎ নিজের জায়গা থেকে উঠে আরেক জায়গা বসে। আমি ঠিক বুঝাতে পারব না—অরিন্দমের বসা, কথা বলা ভীষণ ইঙ্গিতপূর্ণ ছিল। তারপর আমাকে হাত বাড়িয়ে ডাকে।’

এ অভিনেত্রী আরো বলেন, ‘‘যখন অরিন্দমের পাশে বসতে গেলাম, তখন সে আমার মাথা, পিঠে হাত বুলায়। এ অবস্থায় আমি ভগবানকে ডাকতে শুরু করি। সাই বাবাকে ডেকে চলেছি, কেউ একজন যেন চলে আসে। কিন্তু কেউ তো নেই। মনে হচ্ছিল এবার রেপড হয়ে যাব। কেউ হাত বুলিয়ে যাচ্ছে। এরপর কী করতে পারেন তা হয়তো একজন মেয়ের পক্ষে আন্দাজ করা খুব সহজ। সর্বশেষ আমি বলি, ‘অরিন্দমদা, প্লিজ টেল মি অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট।’’

তারপর অরিন্দম শীল বুঝতে পারেন রূপাঞ্জনা অন্য মেয়েদের মতো না। পরে চিত্রনাট্য নিয়ে আলোচনা শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যে অরিন্দমের স্ত্রী অফিসে আসেন। পরে অফিস থেকে বের হয়ে রূপাঞ্জনা অনেক কান্না করেন বলেও জানান এই অভিনেত্রী।

রূপাঞ্জনা অভিনীত ‘ভূমিকন্যা’ যে চ্যানেলে প্রচারিত হতো সেই চ্যানেলের সঙ্গে এতদিন চুক্তিবদ্ধ ছিলেন তিনি। চ্যানেলের ইমেজের কথা চিন্তা করে এতদিন চুপ ছিলেন এই অভিনেত্রী। রূপাঞ্জনা বলেন, ‘আর চুপ থাকতে পারলাম না। ইন্ডাস্ট্রিতে রোজ নতুন নতুন মেয়েরা আসে। তারা যাতে ভবিষ্যতে ওই লোকটির কাছ থেকে সাবধান হয়ে যায় সে জন্য মুখ খুলেছি। অরিন্দম শীল অত্যন্ত বদমাশ, বদ লোক। এই লোকের মুখোশ খোলার সময় এসেছে। এর আগে আরো এক অভিনেত্রীর সঙ্গে এমন করেছে সে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com