নালিতাবাড়ী (শেরপুর) : করোনা মোকাবেলায় নালিতাবাড়ী শহরে প্রবেশকারী এক হাজার রিকশা-ভ্যান-অটোচালককে সার্জিক্যাল মাস্ক পড়ালেন আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গড়কান্দা বটতলা মোড়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাড়িয়ে তিনি মাস্ক বিতরণ করেন। বিকেল পাঁচটা থেকে বটতলা মোড়ে দাড়িয়ে শহরে প্রবেশকারী প্রতিজন রিকশাচলক, ভ্যানচালক ও অটোচালককে দাড় করিয়ে তাদের মুখে সার্জিক্যাল মাস্ক পড়িয়ে দেওয়া হয়। এসময় হাজী জাহাঙ্গীর ছাড়াও তার নেতাকর্মীরা মাস্ক পড়িয়ে দেন ও বিতরণ করেন।
হাজী জাহাঙ্গীর জানান, এর আগেও কয়েক দফায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বিতরণ করা হলো আরও এক হাজার সার্জিক্যাল মাস্ক।
তিনি আরও বলেন, আমার ভাবনায় কখনোই নির্বাচনের বিষয়টি ছিল না। শুধু দলকে ভালোবাসি বলে দলের জন্য কাজ করেছি আর ব্যবসা নিয়ে ব্যস্ত থেকেছি। কিন্তু এ বছরের শুরুতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে অনেকের অনুরোধে দলের জন্যই প্রার্থী হয়েছি। মানুষের জন্য আমার সহযোগিতা তখনও ছিল, যখন নির্বাচনের কোন স্বপ্ন ছিল না। প্রতিবছর মহল্লার শত শত মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছি।