বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী মেহরীন কৌর পিরজাদা। ১০ বছর বয়সে র্যাম্পে হাঁটেন তিনি। ২০১৩ সালে ‘মিস পারসোনালিটি সাউথ এশিয়া কানাডা’সহ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরেন মেহরীন। পরবর্তী সময়ে ভারত ও কানাডার বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন।
এরপর চলচ্চিত্রে নাম লেখান মেহরীন। অভিষেক চলচ্চিত্রে অভিনয় গুণ ও রূপের জাদুতে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। মাত্র কয়েক বছরের অভিনয় ক্যারিয়ারে ১৫টি সিনেমা মুক্তি পেয়েছে মেহেরীনের। এর মধ্যে বেশ কিছু ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত তেলেগু ও তামিল ভাষার তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
ভারতের পাঞ্জাবের ভাতিন্ডায় জন্মগ্রহণ করেন মেহরীন কৌর পিরজাদা
মেহরীন ভারতনাট্যম নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন
২০১৬ সালে তেলেগু ভাষার ‘কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার
‘ফিল্লোরি’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে বলিউডে পা রাখেন তিনি
২০১৭ সালে ‘নেনজিল থুনিভিরুন্ডাল’ সিনেমার মাধ্যমে তামিল ভাষার সিনেমায় নাম লেখান মেহরীন