স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তবে লিওনেল মেসিকে দেখা যাবে না এদিন।
কোচ রোনাল্ড কোম্যান স্কোয়াডে রাখেননি অধিনায়ককে। টানা খেলার ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে আর্জেন্টাইন তারকাকে। এমনিতে ‘জি’ গ্রুপে বেশ ভালো অবস্থানে আছে বার্সেলোনা। তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কাতালান ক্লাবটি। এদিন জিতলে নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ ষোলোর টিকিট।
বার্সা মেসির সঙ্গে বিশ্রাম দিয়েছে দি ইয়ংকেও। এ নিয়ে কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘গ্রুপে আমরা স্বস্তির জায়গায় আছি আর ওদের বিশ্রামও দরকার। টানা অনেক ম্যাচ খেলেছে ওরা।’ লা লিগায় অ্যাতলেতিকোর বিপক্ষে সবশেষ ম্যাচে ২৩ বার বল হারিয়েছিলেন মেসি, সঠিক পাস ছিল কেবল ৩৬টি। বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষেও বল হারিয়েছিলেন ২৭ বার। সবমিলে ক্লান্তির ছাপ বোঝা যাচ্ছিল।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত দলের ১১ ম্যাচেই খেলা মেসি গোল করেছেন ৬টি।
এদিকে দলের বড় একটা অংশ ইনজুরিতে রয়েছে। আনসু ফাতি, সের্জিও বুসকেতস, রোনালদ আরাউজোর সঙ্গে দুদিন আগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন জেরার্ড পিকে ও সের্জিও রোবার্তোও। এ ছাড়া শতভাগ ফিট নন স্যামুয়েল উমতিতিও। বাধ্য হয়েই তাই বি দলের বেশ কিছু খেলোয়াড়দের স্কোয়াডে রেখেছেন কোম্যান।