স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। আজ প্রথম ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভ্যেনুতে শুরু হবে। টুর্নামেন্টের ২৪টি ম্যাচ একই ভেন্যুতে হবে। দেশের নতুন ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ-২০২০ শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। লিগ পর্বের ২০ ম্যাচের পর শীর্ষ দলগুলোর মধ্যে চতুর্থ ও তৃতীয় দল একে অপরের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচের খেলবে। লিগ পর্বে শীর্ষ দুটি দল কোয়ালিফাই বাছাইপর্বে একে অপরে মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী সরাসরি ফাইনালে চলে যাবে। অন্যদিকে, ম্যাচে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাই বিজয়ীদের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী ফাইনাল খেলতে পারবে।
আজ বাইশগজে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে সাকিবের জেমকন খুলনা মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের। সাকিব খুলনার অধিনায়ক নন। অনেক দিন পর ক্রিকেটে ফিরছেন। তাই কেবলমাত্র খেলার দিকেই ফোকাস করতে চান। সে কারণেই হয়তো জেমকন খুলনা নেতৃত্বের ভার দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ক্রিকেটের বাইরের খবরে বার বার শিরোপা হয়েছেন সাকিব আল হাসান। মাঠের লড়াই নামার আগেই ‘অন্য লড়াই’ করতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এত কিছুর পর কি সাকিব বাইশগজে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন?
ক্রিকেটে ফেরার ম্যাচে সাকিব মুখোমুখি হচ্ছে বন্ধু তামিম ইকবালের। অনেক দিন পর সাকিবকে ময়দানি লড়াইয়ে দেখতে পাওয়াটা যেন তামিমের কাছে বিশেষ কিছু। ফরচুন বরিশাল ক্যাপ্টেন মনে করেন মাঠে ফিরে সাকিব নিজেকে আরও উঁচুতে নিয়ে যাবেন। তামিমের দাবি, এই দিনটি সাকিবের কাছে অনেক ‘বড় দিন’ আর দেশের ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ দিন’।