1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের অধিকার আদায় ও শিল্প রক্ষায় ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী সংগঠন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান এমপি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের অধিকারের কথা বলতেন। স্বাধীন বাংলাদেশে শ্রমিকবান্ধব নীতি তিনিই সর্বপ্রথম গ্রহণ করেছিলেন। বর্তমান শিল্পবান্ধব সরকার অতীতেও শ্রমিকদের স্বার্থে কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে। আওয়ামীলীগ সরকারের সময়ই গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে।”
সম্মেলনে সভাপতির বক্তব্যে মোঃ বাহারানে সুলতান বাহার বলেন, “জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পোশাক শিল্প শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন। দীর্ঘদিন যাবত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এ সংগঠনটি ন্যায় সঙ্গত আন্দোলন করে আসছে। আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে সর্বদা অঙ্গীকারাবদ্ধ থাকবে।”
তিনি বলেন, “বর্তমানে দেশের পোশাক শিল্প ধ্বংসে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বৈশ্বিক মহামারী করোনার অজুহাতে সারাদেশে ছাঁটাইয়ের নামে চলছে শ্রমিক নির্যাতন। শ্রমিকদের আইনগত ন্যায্য পাওনাদি পরিশোধ করা হচ্ছে না। বাংলাদেশের শ্রম আইনেও শ্রমিকের অধিকার খর্ব করা হয়েছে। শ্রম আদালতে গিয়েও শ্রমিকরা ন্যায় বিচার পাচ্ছে না। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। এক্ষেত্রে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের ফেডারেশন হয়ে উঠতে পারে সাধারণ শ্রমিকদের আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম।”
সম্মেলন উদ্বোধন করেন এনপিপি ও এনডিএফ চেয়ারম্যান জনাব শেখ ছালাউদ্দিন ছালু। প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ এ্যাড. সানজিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ পলাশ, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হারুনার রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ মোস্তফা, মোঃ শামীম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com