মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে আশঙ্কাজনক ভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। এতদিন গরু, মোটরসাইকেল ও বাসা-বাড়িতে চুরি হতে থাকলেও এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ধর্মীয় উপাসনালয়ও বাদ যাচ্ছে না চুরের উপদ্রব থেকে। সাধারণ মানুষ এ সমস্যা থেকে পরিত্রাণ চায়, চায় সুন্দর ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা।
জানা গেছে, গত কয়েক মাসে উপজেলায় বিভিন্ন ব্যান্ডের প্রায় ৮/১০টি মোটরসাইকেল চুরি হয়েছে। কোনটি রাস্তা-ঘাট থেকে, বাড়ির বারান্দা ও দোকানের সামনে এমনকি মসজিদের সামনে থেকেও। ভুক্তভোগী গ্রীন ভিউ কিন্ডারগার্টেন অ্যান্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, কোভিড-১৯ এর কারণে গত মার্চ মাস থেকে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিলো। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত (মাধ্যমিক পর্যায়ের) অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা উদ্দেশ্যে গত ১ নভেম্বর স্কুলের উত্তর বাজার শাখা খোলার পর দেখা যায় বিদ্যালয়ের ৬টি সিলিং ফ্যান এবং বৈদ্যুতিক বাল্ব চুরি হয়।
অপর ভুক্তভোগী তারিকুর রহমান রাব্বি বলেন, গত ১৯ অক্টোবর আমি আমার সদ্য ক্রয়কৃত সুজুকি (সিসি-১৫৫) জিক্সার মোটরসাইকেলটি ( ময়মনসিংহ-ল ১১-৫৭৩১) লক্ষ করে হালুয়াঘাট উপজেলা কমপ্লেক্সের মসজিদের সামনে রেখে জোহর নামাজ পড়তে মসজিদে প্রবেশ করি। মসজিদ থেকে বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আমি হালুয়াঘাট থানায় সাধারণ ডায়েরি করি।
এছাড়াও গত কয়েক দিন আগে ভোরে হালুয়াঘাট মধ্যবাজারস্থ স্টার ডেকোরেটর থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল চুরি হয়। চুরি থেকে বাদ যাচ্ছে না ধর্মীয় উপাসনালয়ও। গত বুধবার হালুয়াঘাট মধ্য বাজারস্থ কালী মন্দিরেও চুরির ঘটনা ঘটে।
সুুুত্রে জানা যায়, গভীর রাতে কালী মন্দিরের সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা-পয়সা চুরি হয়। বৃহষ্পতিবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
চুরি হওয়া টাকার পরিমান জানতে চাইলে হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু জানান, টাকার পরিমান সঠিকভাবে বলা যাচ্ছে না।
নিখিল চন্দ্র ঘোষ জানায়, বছরে প্রায় ১৪-১৫ হাজার টাকা আসে দান বাক্স থেকে। তবে ৭-৮ মাস যাবত টাকা জমা হচ্ছিল দান বাক্সে। সর্বশেষ গত শুক্রবার রাত পৌনে চারটার দিকে নাগলার আঁখি টেইলার্স থেকে ৭ লক্ষ টাকার মালামাল এবং লকার ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।
চুরি যাওয়া দোকানের মালিক আশরাফুল ইসলাম বলেন, রাতে আমি দোকান বন্ধ করে চলে যাই। সকালে দোকান খুলতে এসে দেখি তালা ভাঙ্গা। মালামাল ও টাকা পয়সা নেই।
হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি শাহাবুদ্দিন ওমর সাকি বলেন, সমিতির অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা বাজারে পর্যাপ্ত পাহারাদারের ব্যবস্থা করতে পারছি না এবং উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা মিটিংয়েও আমাদের ডাকা হয় না।
এভাবে চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এসব ঘটনায় অধিকাংশ অপরাধীরা ধরা না পড়ায় বাড়ছে চুরি। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন সচেতন নাগরিকেরা।
এ বিষয় হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, সাম্প্রতিক চুরি বৃদ্ধির ঘটনায় আমরা উদ্বিগ্ন। চুরি ঠেকাতে রাত্রিকালীন টহল জোরদারসহ আমরা আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।