স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে যে কয়টি দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক, তার মধ্যে অন্যতম কাতার। মধ্যপ্রাচ্যের দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে সখ্যতার জের ধরেই করোনাকালে স্থগিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি অগ্রীম খেলে ফেলছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে শুরু হবে দুই দেশের ফিরতি ম্যাচটি।
প্রথম ম্যাচ হয়েছিল গত বছর অক্টোবরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কাতার ২-০ গোলে জিতলেও তাদের ঘাম ঝরাতে হয়েছিল। এবার ঘরের মাঠে কাতার কতটা নিষ্ঠুর হয়ে ওঠে, সেটাই ভয়।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সঙ্গে এশিয়ান গেমস ফুটবলের তুলনা চলে না। তারপরও কাতারের বিপক্ষে জয় মানেই অন্যরকম প্রাপ্তি। সেই মধুর স্মৃতিটা অনুপ্রেরণা হতেও পারে দোহার ম্যাচে।
এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের জয়টা এসেছিল শেষ মুহূর্তের গোলে। অধিনায়ক জামাল ভূঁইয়া ৯৩ মিনিটে গোল করে স্তব্ধ করে দিয়েছিল কাতারকে। সেই জামাল ভূঁইয়ার নেতৃত্বেই শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
শক্তিতে দুই দলের বিস্তর পার্থক্য। কাতার এশিয়ান চ্যাম্পিয়ন, খেলবে ২০২২ বিশ্বকাপে। ফিফা র্যাংকিংয়ে মধ্যপ্রাচ্যের দেশটি ১২৫ ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে। অসম শক্তির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইটা হতে পারে গোল কম খাওয়ার। বলেই দেয়া যায়, বাংলাদেশের রক্ষণে ‘মরুঝড়’ বইয়ে দেবে কাতার। সেই ঝড় কিভাবে সামলাবে বাংলাদেশ, সেটাই দেখার।