1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চলে গেলেন আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু শোক ভুলতে না পারা আর্জেন্টাইনরা মঙ্গলবার পেলেন আরেকটি দুঃসংবাদ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে রানার্সআপ ট্রফি এনে দেওয়া কোচ আলেসান্দ্রো সাবেলা মারা গেছেন।

শারীরিক অসুস্থতায় তার মৃত্যু হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টর্সের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে গোল ডটকম। গত ২৬ নভেম্বর ‘জরুরিভাবে’ হাসপাতালে নেওয়া হয় সাবেলাকে। পরে বুয়েন্স আয়ার্সের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে নেওয়া হয়।দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার হার মানেন সাবেলা। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি।

১৯৮০ সালে লিডসে দলবদলের আগে সাবেলা ৮০ ম্যাচ খেলেন ব্লেডদের সঙ্গে। ১৯৮১ সালের শেষ দিকে আবার আর্জেন্টিনায় ফিরে যান তিনি, এস্তুদিয়ান্তেসে। সেখানে খেলোয়াড় ও ক্লাবের লিজেন্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাবেলা। ২০০৯ সালে কোচ হিসেবে জেতেন কোপা লিবার্তাদোরেস।

দুই বছর পর পদত্যাগ করে সাবেলা কোচ হন আর্জেন্টিনার। লিওনেল মেসিকে দেন অধিনায়কত্ব। তার অধীনে আর্জেন্টিনা ৪০ ম্যাচে কেবল পাঁচটি হেরেছিল। তবে জার্মানির কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে সরে দাঁড়ান নিজেই। তার হাত ধরেই আর্জেন্টিনা ২৪ বছর পর খেলেছিল ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল। জার্মানি ফাইনাল জেতে ১-০ ব্যবধানে।

প্রসঙ্গত, ২০১১ সালে মেসিদের সঙ্গে বাংলাদেশ সফরে এসেছিলেন সাবেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com