1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

শেরপুরে তথ্য অধিকার আইন ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

শেরপুর : “তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন” এ প্রতিপাদ্যকে ধারণ করে তথ্য অধিকার আইন ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব তৌফিকুল আলম। অন্যান্যের মধ্যে ডিডিএলজি এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম এহসানুল মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
তথ্য কমিশনার সুরাইয়া বেগম তৃণমূল মানুষের কাছে তথ্য অধিকার আইনের কথা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, সাংবাদিকরা সাধারণ মানুষের খবর অনেক বেশি জানেন, প্রচার করতে পারেন। সম্প্রতি তাদের অনুসন্ধানী সাংবাদিকতার কারণে চাঞ্চল্যকর কিছু মামলায় সাজা হয়েছে। তাই তথ্য অধিকার আইনের সুফল পেতেও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। দু’পক্ষ যৌথভাবে কাজ করলে মানুষ সুফল পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com