বিনোদন প্রতিনিধি : গত ১২ জানুয়ারি শুভ মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় যুগান্তর চাকমা (চাইনিজ) পরিচালিত “সত্যের ভাত নেই” চলচ্চিত্রের শুটিং।
মামুন মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সত্যের ভাত নেই’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক সাইফ খান ও নবাগতা রানী খান। এছাড়া রেবেকা রউফ, শানু শিবা, নিজাম কমলাপুরী সহ বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ওস্তাদ জেসি চাইনিজ।
প্রচণ্ড শীত উপেক্ষা করে গত ১২ জানুয়ারি থেকে তুরাগ ড্রাগন শুটিং হাউজে প্রথম লটের শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক সাইফ খান ও রানী খান। যা আজ শেষ হবে বলে যানা গেছে। নির্মাতা জানান আমরা এরই মধ্যে সিনেমার প্রায় ৪০% শুটিং করেছি। আজ বুধবার আমরা প্রথম লটের শুটিং প্যাকাপ করবো।
উল্লেখ্য, যুগান্তর চাকমা চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দীর্ঘ দিন যাবৎ অভিনয় ও ফাইট ডিরেক্টর হিসেবে বাংলা চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। ছবিটির নায়ক সাইফ খান এর আগে মধু হইহই বিষ খাওয়াইলা, বেগমজান সহ বেশকিছু ছবিতে কাজ করেছেন, আর নায়িকা রানী খানের অভিষেক ছবি হতে যাচ্ছে ‘সত্যের ভাত নেই’।
– মারুফ সরকার