1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

টি-টেন লিগে ৮ দলের চূড়ান্ত স্কোয়াড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের প্রথম মাসে শুরু হচ্ছে ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেন লিগের চতুর্থ আসর। দুবাই ও আবুধাবিতে ৮ দলের অংশগ্রহণে হবে এবারের টি-টেন লিগ। সে লক্ষ্যে বুধবার (২৩ ডিসেম্বর) রাতে হয়ে গেল টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে দলগুলো।

প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি, মেহেদি হাসান, আফিফ হোসেন আর নাসির হোসেন। সবচেয়ে বেশি তিনজন (মোসাদ্দেক, তাসকিন ও মুক্তার) খেলবেন মারাঠা অ্যারাবিয়ানসে, বাংলা টাইগার্সে আছেন দুজন (আফিফ ও মেহেদি), নাসিরকে কিনে নিয়েছে পুনে ডেভিলস।

এবারের আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া দলে আছেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মুজিব উর রহমানের মতো তারকা। এই টুর্নামেন্টে আরও দেখা যাবে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, সুনিল নারিন, কাইরন পোলার্ড, ইমরান তাহির, মোহাম্মদ নবি, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ওয়াহাব রিয়াজের মতো টি-টোয়েন্টির সুপারস্টারদের।

আগামী ২৮ জানুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

প্লেয়ার্স ড্রাফটের পর ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:

বাংলা টাইগার্স
ইসুরু উদানা (আইকন), জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড উইসে, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম ভোজেস, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান এবং মুজিব-উর-রহমান।

মারাঠা অ্যারাবিয়ান্স
শোয়েব মালিক (আইকন), লরি ইভান্স, মোহাম্মদ হাফিজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, প্রবীন তাম্বে, ঈষান মালহোত্রা, সোমপাল কামি, মুক্তার আলি, আমজাদ গুল, আবদুল শাকুর, মারুফ মার্চেন্ট এবং সৈয়দ শাহ।

দিল্লি বুলস
ডোয়াইন ব্রাভো (আইকন), এভিন লুইস, দাসুন শানাকা, অ্যাডাম লিথ, শেরফান রাদারফোর্ড, মোহাম্মদ নাবী, আলি খান, দুশমান্থ চামিরা, রহমানউল্লাহ গুরবাজ, ফিদেল এডওয়ার্ডস, সিরাজ আহমেদ, কাশিদ দাউড, ওয়াকার শালমাখীল, নাঈম ইয়ং এবং আমাদ বাট।

পুনে ডেভিলস
থিসারা পেরেরা (আইকন), মোহাম্মদ আমির, হার্ডাস ভিলজোয়েন, স্যাম বিলিংস, চামারা কাপুগেদারা, অজান্তা মেন্ডিস, ডেভন থমাস, দারউইস রাসুলি, নাসির হোসেন, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুতা, দীনেশ কুমার, ভৃত্য অরভিন্দ, করন কেসি এবং মুনিস আনসারি।

কালান্দার্স
শহীদ আফ্রিদি (আইকন), টম ব্যান্টন, ক্রিস জর্ডান, সামিত প্যাটেল, ফিল সল্ট, সোহেল তানভীর, আসিফ আলি, হাসান আলি, সোহেল আখতার, শারজিল খান, সুলতান আহমেদ, ফায়াজ আহমেদ, আজমতউল্লাহ উমারজাই, মাজ খান, বেন ডাঙ্ক এবং খুরশিদ আনোয়ার।

ডেকান গ্ল্যাডিয়েটর্স
সুনিল নারিন (আইকন), কলিন ইনগ্রাম, কাইরন পোলার্ড, ভানিন্দু হাসারাঙা, লাহিরু কুমারা, আজম খান, রবি রামপল, ভানুকা রাজাপাকসে, মোহাম্মদ শাহজাদ, প্রশান্ত গুপ্ত, জাহুর খান, হাফিজ উর রহমান, জিশান জামির, হামদান তাহির, ইমরান তাহির এবং ইমতিয়াজ আহমেদ।

টিম আবু ধাবি
ক্রিস গেইল (আইকন), ক্রিস মরিস, লুক রাইট, নাভিন-উল-হক, আভিশকা ফার্নান্দো, উসমান শিনওয়ারি, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ, নাজিবউল্লাহ জাদরান, বেন কক্স, রোহান মুস্তাফা, কার্তিক মেইয়াপ্পান, লিওনার্দো জুলিয়েন, কুশাল মল্লা এবং অ্যালেক্স হেলস।

নর্দার্ন ওয়ারিয়র্স
আন্দ্রে রাসেল (আইকন), রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, লেন্ডল সিমন্স, ওয়াহাব রিয়াজ, রায়াদ এমরিট, নুয়ান প্রদীপ, আমির ইয়ামিন, ব্র্যান্ডন কিং, জুনায়েদ সিদ্দিক, ওয়াহেদ আহমেদ, মহেষ তীকসানা এবং অ্যান্স ট্যান্ডন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!