1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছোটদের বিশ্বকাপের পর্দা উঠছে আজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : গতবছরের জুন-জুলাইতে হয়ে গেছে বড়দের ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এ দুইয়ের মাঝে নতুন বছরের প্রথম মাসেই মাঠে গড়াচ্ছে যুব ক্রিকেটারদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আজ (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে পর্দা উঠছে যুব বিশ্বকাপের ১৩তম আসরের।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। উদ্বোধনী দিনে হবে একটিই ম্যাচ। তবে অন্যান্য দিনগুলোতে একই সময়ে শুরু হবে দুইটি করে ম্যাচ।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল (শনিবার), প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরে গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। এ দুই ম্যাচে টাইগার যুবারা মুখোমুখি হবে স্কটল্যান্ড ও পাকিস্তানের যুব দলের। গ্রুপপর্বে বাংলাদেশের কোনো ম্যাচই টিভিতে সম্প্রচারিত হবে না।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এ বিশ্বকাপের পর্দা নামবে আগামী ৯ ফেব্রুয়ারি। মাঝে হবে মোট ৪৮টি ম্যাচ। যেখানে ১টি শিরোপার জন্য লড়বে ১৬টি দল। চার গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে অংশগ্রহণকারী ১৬টি দলকে।

এ গ্রুপে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। বি গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নাইজেরিয়া। সি গ্রুপে বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান এবং ডি গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাত।

এই চার গ্রুপ থেকে শীর্ষ দুই দল নিয়ে মোট ৮ দলকে নিয়ে শুরু হবে সুপার লিগ। যা হবে বিশ্বকাপের স্বাভাবিক ফরম্যাটে। প্রথমে ৮ দল নিয়ে কোয়ার্টার ফাইনাল, এরপর জয়ী চার দল যাবে সেমিফাইনালে। সেখান থেকে জয়ী দুই দল ৯ ফেব্রুয়ারি লড়বে শিরোপার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com