স্পোর্টস ডেস্ক : জীবনের এক কঠিন রাত পার করলেন ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি। তার আরও চিকিৎসা পরিকল্পনা নিয়ে সোমবার আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড, এক মেডিক্যাল বুলেটিনে এ খবর জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌরভের স্বাস্থ্য পরিস্থিতির ওপর সর্বদা নজরদারি করছেন চিকিৎসকরা। যখন যা প্রয়োজন, সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুকে অস্বস্তি, বমি, মাথা ভারী ও ঘোরানো নিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক শনিবার বেলা একটায় হাসপাতালে ভর্তি হন। সকাল ১১টায় বাড়ির জিমনেশিয়ামে ব্যয়াম করার সময় অসুস্থ বোধ করেন তিনি। ডাক্তাররা তার এনজিওপ্লাস্টি করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সকাল ১০টায় নিয়মমাফিক করা ইসিজির রিপোর্ট সন্তোষজনক। শনিবার তার করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্টে নেগেটিভ এসেছে।
শনিবার সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালে সৌরভকে দেখতে যান পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘তিনি (গাঙ্গুলি) এখন ভালো আছেন। আমার সঙ্গে কথাও বলেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা এনজিওপ্লাস্টি করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’