আল হেলাল চেীধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মজীবি ল্যাকটেটিং মাদার হেল্থ ক্যাম্প (৪ জানুয়ারী) সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক কর্মকর্তা তাসরিফাতুজ্জান্নাত (রিফাত) এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা ভুমি কর্মকর্তা কানিজ আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অর্পনা চক্রবর্তী, ডাঃ মোছাঃ সেলিনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে মাদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, আলোচনা শেষে হেল্থ ক্যাম্পে উপস্থিত মায়েদের হাতে সাবান ও ওর স্যালাইন তুলে দেন ও মেডিকেল অফিসারগণ মা ও শিশুকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেন।