রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : নতুন বছরের শুরুতেই দখলবাজী। কলাপাড়া পৌর শহরের বৈদ্য মন্দির সিমানা প্রাচীর লাগোয়া পাউবোর ওয়াপদা সড়ক ঘেঁষে বাণিজ্যিক লালসায় একটি প্রভাবশালী চক্র কর্তৃক অবৈধ স্থাপনা নির্মাণ এখন দৃশ্যমান। সংশ্লিষ্ট প্রশাসনের রহস্যজনক নিরবতা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন বিরাজমান।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রিত জমি দখল করে ওই প্রভাবশালী মহল গত ৫ দিন ধরে বিরামহীন নির্মান কাজ চালিয়ে গেলেও দখলবাজ চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন প্রচলিত আইনের শাসন প্রয়োগ কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ করনে এ রির্পোট লেখা পর্যন্ত কোন আইনী পদক্ষেপ না হওয়ায় দখলবাজ চক্রটি বেপরোয়া হয়ে বহাল তবিয়তে নির্মান কাজ অব্যহত রেখেছে।
ওই এলাকার একাধিক সূত্র জানায়, দখলবাজ চক্রটি নির্মাণাধীন অবৈধ স্থাপনাটি বিক্রির জন্য দেন দরবার চালাচ্ছে। সকল মহলকে ম্যানেজ করে নির্মাণ করা হচ্ছে বলে দখল বাজরা দম্ভোক্তি করছে। পাউবোর ওয়াপদা সড়ক লাগোয়া অবৈধ স্থাপনা নির্মানে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনে অনাকাংখিত দুর্ঘটনা।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক জানান, আমি ভূমি সহকারী কমিশনারকে বলেছি, সে ব্যবস্থা নিচ্ছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী খান মো: অলিউজ্জামান জানান আমি শুনেছি ঘর তুলেছে। অফিসের লোক পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।