1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

আসছে ‘পাগলের মতো ভালোবাসি’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি: চিত্রনায়িকা অধরা খান। তরুণ প্রজন্মের আলোচিত তারকা তিনি। ঢালিউডে পা রেখেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি।
শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ও ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবি দুটি দিয়েই যাত্রা শুরু করেন অধরা খান।
তবে অধরা ভক্তদের জন্য নতুন খবর হলো, আগামী ভালোবাসা দিবসে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘পাগলের মতো ভালোবাসি’। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা শাহীন সুমন। এ ছবিতে অধরা খানের বিপরীতে আছেন দুই নায়ক, আসিফ নূর ও সুমিত সেন।
এ বিষয়ে শাহীন সুমন বলেন, ‘আমরা ছবির শুট শেষ করেছি বেশ কিছুদিন আগেই। এখন প্রযোজনা-পরবর্তী কাজ করছি। চলতি মাসেই ছবিটি আমরা সেন্সর বোর্ডে জমা দেব। ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে শেষ ধাপের কাজ করছি।’
তিনি আরো বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শক মিষ্টি প্রেমের গল্প বড়পর্দায় দেখতে চায়। এই ছবি একেবারেই প্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত। তবে বর্তমান সময়ের চিত্রই উঠে আসবে। সবকিছু মিলে দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি।’
অধরা খান বলেন, “এর আগে দুটি সিনেমা মুক্তি পেলেও আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’। এ ছবিটি কিছুদিনের মধ্যে সেন্সরে জমা হচ্ছে। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার গল্পের এ ছবি নিয়ে আমি আশাবাদী। আশা করি, দর্শকও সিনেমাটি উপভোগ করবেন। আর কিছুদিন পরেই দর্শককে সুসংবাদ জানাতে চাই। বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলেই জানাব।”
সিক্স ডি প্রযোজিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। ছবিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয়রাজ প্রমুখ।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com