যশোর : যশোরের শার্শায় মিজানুর রহমান বিপ্পব (৪৬) নামে এক অ্যাডভোকেটকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ আটক করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার টেংরা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডে স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর কোর্টের অ্যাডভোকেট বলে পুলিশ নিশ্চিত করেছেন।
শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন অ্যাডভোকেট ফেন্সিডিল নিয়ে মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাবে। এ সংবাদে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি ভেসপা মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।