মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ভয়েস অফ ঝিনাইগাতী পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারী) বেলা ১১টার দিকে থানা রোড এলাকায় ৭০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়। এসময় মাস্কও বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠতা মো. জাহিদুল হক মনির। প্রধান অতিথি ছিলেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ, বণিক সমিতির সহসভাপতি আব্দুল মান্নান, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, সমাজসেবক ছফর উদ্দিন, মিন্টু মিয়া, সমাজকর্মী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠতা জাহিদুল হক মনির বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।