1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ওয়ানডেতেও ফিরতে চান ভিলিয়ার্স

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আবার মাঠ মাতাতে চান এবি ডি ভিলিয়ার্স। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করতে চান। এ বিষয় নিশ্চিত করেছেন ভিলিয়ার্স নিজে। পরবর্তীতে অধিনায়ক ফাফ ডু প্লেসিও ভিলিয়ার্সের ইচ্ছার সঙ্গে একমত জানান। তবে এবার ভিলিয়ার্স জানালেন, শুধু টি-টোয়েন্টি নয় সাদা বলের ক্রিকেটে দলের হয়ে মাঠে নামতে ইচ্ছুক তিনি।

বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন ক্রিকেটের এ কিংবদন্তি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচ শেষে অসি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে কথা বলেন ভিলিয়ার্স। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে মিঃ ৩৬০ ডিগ্রি বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলতে চাই। মার্ক বাউচার, গ্রায়েম স্মিথের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমার খেলার দিকে নজর রাখছে। আমায় রান পেতে হবে। নিজেকে ফিট রাখতে হবে। তাহলে তারা আমায় আবার দলে ফেরাতে পারে।’

ক্রিকেটে ফিরলে সব সংস্করণে খেলবেন কিনা জানতে চাইলে ৩৫ বছর বয়সী ভিলিয়ার্স বলেন, ‘গত ডিসেম্বরে কিছু টেস্ট ম্যাচ দেখে মনে হয়েছিল, যদি আমি সেখানে থাকতে পারতাম। কিন্তু আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি বছরের ১১ মাস আর খেলতে চাই না। তাই বলা যায়, টেস্ট ম্যাচের আশা প্রায় শেষ। তবে ওয়ানডেতে খেলার ইচ্ছা আমার আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com