নালিতাবাড়ী (শেরপুর) : জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ্যাথলেটিকস্ ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার রূপনারায়নকুড়া আলিম মাদরাসা মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
দিনব্যাপী মোট ২০টি ইভেন্টে এ্যাথলেটিকস্, মিউজিক্যাল চেয়ার, মোরগ লড়াই ও গোলক নিক্ষেপসহ বিভিন্ন গ্রামীণ খেলা পরিচালনা করেন উপজেলা শরীর চর্চা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাবুল ও শরীর চর্চা শিক্ষক কামাল হোসেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রূপনারায়নকুড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ক্রীড়াবিদ ও আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক প্রমুখ। পরে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং অতিথিবৃন্দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।