1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ৫, গ্রেফতার ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): জেলার ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হলদিগ্রাম মৌজায় আধা শতাংশ জমির সীমানা নিয়ে ওই গ্রামের আমিন মিয়া ও খোকন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় আমিন মিয়া তার ঘরের কাজ করতে যান। এ সময় খোকন মিয়া সীমানা নির্ধারণ করে কাজ করতে আহবান জানায়। কিন্তু খোকন মিয়ার দাবি অউপক্ষা করে আমিন মিয়া কাজ চালিয়ে যান। এতে বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে খোকনের পক্ষের খোকন মিয়া (৫০) আজিজুল হক (৪৫) ও সেলিম মিয়া (৪০) এবং আমিন মিয়ার পক্ষের আমিন মিয়া (৩৮) ও আফিয়া (৪০) আহত হয়। পরে আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা গুরুতর থাকায় তাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে খোকন মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান জানান, এ ঘটনায় জড়িতের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com