নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় রয়েল স্টেজ ব্র্যান্ডের ৪৪ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বুধবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ভারতঘেঁষা কোচপল্লী খলচান্দা গ্রাম থেকে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ-৩৯ বিজিবি’র বারমারী কোম্পানীর চৌকিদার টিলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল খালেকসহ পাঁচ সদস্যের টহলদল বুধবার দিবাগত গভীর রাতে খলচান্দা গ্রামের দিকে টহলে যাচ্ছিলেন। এসময় মাদক চোরাচালানকারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদের বোতলগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলরত বিজিবি সদস্যরা মদের বোতলগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। বারমারী বিজিবি’র ইকো কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।