নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলা শাখা’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে নালিতাবাড়ীতে। শনিবার (৯ জানুয়ারি) শহরের আড়াইআনী বাজারস্থ ধারা স্টেশন মোড়ে এ কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা।
এ উপলক্ষে কার্যালয়ে বেলা ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ও গঠনতন্ত্র পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র পাঠ করেন জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও ওয়ার্কার্স পার্টির মহানগরের নেতা হুমায়ুন মুজিব। সভায় আসন্ন ৩০ জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৈতিকভাবে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেতে সমর্থন জানানো হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খেতমজুর নেতা আব্দুল হালিম, আলমাস শেখ, ওয়ার্কার্স পার্টি নকলা শাখার সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য ফজল মিয়া, শেরপুর সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হুমায়ুন কবীর খোকন, সদস্য মনোয়ারা খাতুন লিলি, ওয়ার্কার্স পার্টি নালিতাবাড়ী উপজেলা শাখার সম্পাদক সুলতান মিয়া, সদস্য রিতা রানী পাল, চম্পা রানী পাল, জুলহাস মিয়া ও জাতীয় কৃষক সমিতির আহবায়ক মোশারফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড রাশেদ খান মেনন এর চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কৃষক-শ্রমিক-ছাত্র-যুবকদের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার পতাকা তলে সংগঠিত থাকব।
সভা শেষে কেক কেটে ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার নতুন কার্যালয় উদ্বোধন শেষে জাতীয় ও আন্তর্জাতিক সংঙ্গিত পরিবেশন করা হয়।