যশোর : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যশোরের শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব্) এর সার্বিক সহযোগিতায় শুক্রবার সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নাভারণ হক কমিউনিটি সেন্টারে ভোট কেন্দ্রে এই নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
১শ’ ৫৩ জন ভোটারের মধ্যে ১শ’ ৪৬ জন শিক্ষক-কর্মচারী ভোট প্রদান করেন। শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের এবারের নির্বাচনে জাহাঙ্গীর-আলিম পরিষদ এবং শরিফুল-মিজান পরিষদের দুটি প্যানেলে নির্বাচনী প্রতিদ্বন্দি¦তা করেন। ভোট গননা শেষে জাহাঙ্গীর-আলীম পরিষদ থেকে ৪ জন এবং শরীফুল-মিজান পরিষদ থেকে ২ জন প্রার্থী জয়লাভ করে। পরে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন শার্শা উপজেলা সমবায় অফিসার এ.বি.এস.এম আক্কাস আলী।