1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পেটালেন এসএমসি’র সভাপতি

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনকে (৫০) চেয়ার দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছেন ওই স্কুলের সভাপতি হান্নান মিয়া। গত শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষনিক ওই শিক্ষককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত শিক্ষক সামসুদ্দীন ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানের ভাই হামিদ খান স্কুলের একটি কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এ বিষয়ে বেশ কয়েকবার সভাপতিকে অবহিত করলেও তিনি কোন পদক্ষেপ নেননি। পরে শুক্রবার জুম্মার নামাজের পর প্রধান শিক্ষক বিদ্যালয়ে বসে উপবৃত্তির তালিকা তৈরি করছিলেন। এসময় সভাপতি হান্নান খান এসে তার ভাইয়ের দখলকৃত স্কুলের কক্ষে কেন বিদ্যুতের লাইন দেয়া হয়নি জানতে চান। একপর্যায়ে উত্তেজিত হয়ে ওই কক্ষে থাকা চেয়ার দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এতে প্রধান শিক্ষকের বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খান বলেন, মসজিদে জুম্মার নামাজের সময় স্কুলের মাঠে থাকা মসজিদের বালু রাখা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে মসজিদের মুসুল্লীদের কথা কাটাকাটি হয়। পরে এ বিষয়ে তিনি জানতে গেলে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে চেয়ার দিকে তাকে মারধর করার চেষ্টা করে। এসময় তিনি আহত হন এবং প্রধান শিক্ষকও আহত হন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com