1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের চেল্লাখালী বালু মহালে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বালু ব্যবসায়ী-শ্রমিকরা। রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে নালিতাবাড়ী শহরের উত্তর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও কাচারীপাড়া রোডস্থ কার্যালয়ে বক্তব্য রাখেন তারা।
জানা গেছে, বিকেলে চেল্লাখালী নদীর খলচান্দা এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম। এসময় বালুভর্তি দুটি ট্রাক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা হয়। একইসঙ্গে বালু ব্যবসায়ী মাসুদ মিয়াকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অকার্যকর করা হয় একটি শ্যালুচালিত ড্রেজার।
আন্ধারুপাড়া বালু মহালের ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, আমরা বৈধ বালু মহাল থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছি। তাছাড়াও মাসুদ কোন বালু উত্তোলনকারী নন। তিনি উত্তোলনকারীদের কাছ থেকে পাইকারী দরে বালু ক্রয় করে পরবর্তীতে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করে ব্যবসা করেন। কাজেই এ ভ্রাম্যমাণ আদালতের প্রতিবাদ জানিয়ে আমরা মাসুদের মুক্তির দাবী জানাই।
বিক্ষোভকারীরা সন্ধ্যায় মিছিল নিয়ে শহরের উত্তর বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা কাচারীপাড়াস্থ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর কাছে উল্লেখিত বিষয়ে নালিশ করেন এবং প্রতিবাদে বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ছাড়াও আন্ধারুপাড়া গ্রামের ইউপি সদস্য ও বালু ব্যবসায়ী হযরত আলী, শ্রমিক নেতা সাইদুল ইসলাম এবং রুবেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম জানান, আমাদের জেলা প্রশাসন থেকে বালু মহাল হিসেবে ইজারাকৃত মহালের তালিকায় খলচান্দা মৌজা নামে কোন মৌজার কথা উল্লেখ নেই। দ-প্রাপ্ত মাসুদকে খলচান্দা এলাকা থেকে দুই ট্রাক ভর্তি বালুসহ আটক করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, যে কোন ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন, বিপণন ও পরিবহনের সাথে জড়িত থাকলে তিনি অপরাধী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com