নালিতাবাড়ী (শেরপুর) : সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের প্রত্যন্ত আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্ধশতাধিক দুঃস্থ কোচ সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বোরবার (১০ জানুয়ারি) সকালে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের সংগঠন ‘ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’ এর শেরপুর জেলা শাখার আয়োজনে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা খলচান্দা কোচপাড়া গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে স্থানীয় শিক্ষক পরিমল কোচের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক রফিক মজিদ, কবি রাশেদুজ্জামান, সংগঠনের সভাপতি সোহাগী আক্তার, সাধারণ সম্পাদক ইমন খান, সাংবাদিক এম. সুরুজ্জামান প্রমুখ। এসময় স্থানীয় কোচ নেতৃবৃন্দ ও ডিভাইন এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।