1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসিনা পালালেও প্রশাসন ফ্যাসিবাদমুক্ত হয়নি : শিবির সভাপতি দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু ছক্কায় আহত মালিকের স্ত্রী, তাই পারিশ্রমিক জোটেনি রাজশাহীর ক্রিকেটারদের! যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় চলছে হামলা, নিহত অন্তত ৩০ বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ নিজ বাড়িতেই ছুরিকাঘাত সাইফ আলি খানকে, হাসপাতালে ভর্তি যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা, নিহত অন্তত ৩০ সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ আলীকদমে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ বাংলাদেশী দালাল আটক পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবন রক্ষায় ইয়ুথ ফর দি সুন্দরবনের প্রশিক্ষণ

ঝিনাইগাতীতে গণকবর সংরক্ষণ কার্যক্রম উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত গণকবরসমূহ সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন- শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

সোমবার (১১ জানুয়ারী) সাড়ে ১১টায় ঝিনাইগাতী উপজেলার আহমদনগর গণহত্যায় নিহত শহিদদের স্মৃতি রক্ষার্থে গণকবর সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব, আহমদনগর গণহত্যায় নিহত শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তর্বক অর্পণ করেন এবং শহীদদের জন্য দোয়া করা হয়। জেলা প্রশাসক এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুব শীঘ্রই গণকবরের স্মৃতি ধরে রাখতে সকল কার্যক্রম শুরু করা হবে।

এসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল আওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার শামছুল আলমসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে “শিক্ষাঙ্গনে সবুজায়ন বাস্তবায়নে” গ্রীণ স্কুল কর্মসূচির কার্যক্রমের অংশ হিসেবে একটি পেয়ারা গাছের চারা লাগিয়ে শিক্ষাঙ্গনে সবুজায়ন উদ্বোধন করেন এবং স্কাউট দলের মধ্যে মাস্ক ও গাছের চারা বিতরণ করেন।

পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে বঙ্গবন্ধুর মরাল পরিদর্শন করেন এবং ঝিনাইগাতী উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাধ্যে কম্বল ও মাস্ক বিতরণ করেন।

একইদিন উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া কমিউনিটি সেন্টারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে নবজাতকের জন্ম নিবন্ধনে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বিষয়ে এক আলোচনায় মিলিত হন এবং ৪৫ জন নবজাতকের অভিভাবকদের হাতে জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com