নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী পৌরসভার আসন্ন ৩০ জানুয়ারি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
আজ সোমবার (১১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর বিকেলে এ উপলক্ষে শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সমর্থনে নেতাকর্মীরা সমবেত হন। নৌকা মার্কার সমর্থনে ভোট চেয়ে শহরে মিছিলের আগে চলে আলোচনা পর্ব। আলোচনা পর্বে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক ও লক্ষ্যণীয়। দীর্ঘদিনের বিবেধ ভুলে সকলে মিলে এক সামিয়ানায় সমবেত হওয়ায় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন ভোটার ও রাজনৈতিক আলোচকরা।
আলোচনা ও অংশগ্রহণ পর্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, হাজী মোশারফ হোসেন, যোগেন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক সুরুজ্জামান, উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক, যুগ্মআহবায়ক ও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, মৎসজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম বিএসসিসহ ছাত্রলীগ এবং সর্বস্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে তারা নৌকা মার্কার সমর্থনে ভোট চেয়ে শহরে মিছিল করেন।