ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার সীমান্তবর্তী খাড়ামোড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান।
এসময় বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই শিক্ষার্থী খাড়ামোড়া গ্রামের আব্দুল কুদ্দুছের বড় মেয়ে। সে বালিজুরি উচ্চ বিদ্যালয়ের স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাড়ামোড়া গ্রামে বাল্যবিয়ের আয়োজন চলছে এমন খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে কনে রাড়িতে হাজির হন। এসময় কনের বাবা আব্দুল কুদ্দুছকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বলার পর তিনি বিয়ে বন্ধ করতে সম্মত হন এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না করানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি ও অপরাধ। এ জন্য বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার প্রত্যয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।