নকলা (শেরপুর) : ঢাকার একটি মাদরাসায় ভর্তির জন্য বাড়ি থেকে বেড়িয়ে ট্রলির ধাক্কায় পথেই লাশ হলো তানভির নামে নয় বছর বয়সী এক শিশু। আহত হয়েছে তার পিতা আব্দুল হালিম। রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া গ্রামের আব্দুল হালিম তার শিশুপুত্র তানভিরকে নিয়ে ঢাকার একটি মাদরাসায় ভর্তির উদ্দেশ্যে নকলায় বাসে উঠার জন্য বাড়ি থেকে ভ্যানগাড়িযোগে আসছিলেন। পথিমধ্যে শেরপুর-নকলা মহাসড়কের নকলাস্থ জালালপুর এলাকায় পৌছলে পেছন দিক থেকে আসা একটি ট্রলি ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু তানভির। এসময় গুরুতর আহত পিতা হালিমকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।