নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের একমাত্র স্থলবন্দর নালিতাবাড়ীর নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে ব্যালটের মাধ্যমে ছাতা প্রতীকে সভাপতি নির্বাচিত হয়েছেন আলম মিয়া এবং চাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মিয়া।
১১ সদস্য বিশিষ্ট কমিটির কার্যকরী সভাপতি পদে খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে শামীম, কোষাধ্যক্ষ পদে হযরত আলী এবং দফতর সম্পাদক পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। অন্য ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম, মোকছেদ আলী, দুলাল মিয়া ও মজনু মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় অন্য একটি পদ শুন্য ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্বাচনে মোট ৩৭৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।