এন এ জাকির, বান্দরবান: আসন্ন তৃতীয় দফা পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বান্দরবান পৌরসভার প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। রবিবার (১৭ জানুয়ারী) সকাল থেকে জেলা নির্বাচন অফিসে গিয়ে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেন আওয়ামীলীগ বিএনপি ও সতন্ত্র প্রার্থীরা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বান্দরবান পৌরসভায় মেয়র পদে ৫জন সাধারন কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র প্রার্থীরা হলেন আওয়ামীলীগ থেকে দলের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইসলাম বেবী বিএনপি থেকে দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা জাতীয় পার্টি থেকে মো: শাহজাহান সতন্ত্র প্রার্থী হিসেবে মো: নাছির উদ্দীন এবং বিধান লালা মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে ৯ ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তাদের মধ্যে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ২ জন, ৪ নং ওয়ার্ডে ৮ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৩ জন,এবং ৯ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে ২ জন ৪,৫,৬ নং ওয়ার্ডে ২ জন এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে ৩জন মহিলা প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১৯ তারিখ যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং ২৬ তারিখ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী তৃতীয় দফায় বান্দরবান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রথমবারের মত ইভিএম এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌর এলাকায় মোট ভোটারের সংখ্যা ২৯ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ হাজার ৬০৯ জন এবং ১৩ হাজার ১২০ জন।