মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে কফিল উদ্দিন মন্ডল দারুস সুন্নাহ মাদ্রাসা’র শুভ উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ জানুয়ারী) দুপুরে হাতীবান্দা ইউনিয়নের তেতুলতলা বাজার ফিডার রোড সংলগ্ন মালিঝিকান্দা জামিয়া আরাবিয়া হাবিবিয়া মাদ্রাসা’র মুহতামিম মুফতি সোলায়মানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডাঃ এটিএম মামুন জোস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ ইকরা তালিমুল কুরআন বোর্ড এর মহাসচিব হাফেজ হযরত মাওলানা আশ্রাফুল ইসলাম, ঘাগড়া দক্ষিণপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক বিএসসি, লয়খা কিরাতুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হযরত মাওলানা ছিদ্দিক আহমদসহ আরো অনেকেই।
দোয়া মাহফিল অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, তিনানী বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ সুরুজ্জামান।