ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ছয় মেয়র প্রার্থী। রবিবার (১৭ জানুয়ারী) পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হিসাবে প্রার্থী সমর্থন ও সাধারণ লোকজনদের ভিড় লক্ষ্য করা যায় উপজেলা পরিষদ চত্বরে।
মেয়র প্রার্থী হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার নিলুফা আক্তার এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এনএম সাজ্জিল সাদিকের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী লাল, বিএনপি মনোনীত প্রার্থী মো: আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো: জব্বার আলী জাফর, স্বতন্ত্র প্রার্থী মো: হাবিবুল্লাহ, এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, আমিরুল ইসলাম টাইগার।
এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোনয় পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারী মনোনয়ন পত্র বাছাই করা হবে।