শেরপুর: আসন্ন ১৪ ফেব্রুয়ারী ৪র্থ পর্যায়ে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ, স্বতন্ত্র মেয়র প্রার্থী এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আরিফ রেজা, মোহাম্মদ আব্দুল মান্নান, আনোয়ার সা’দাত সুইট, প্রকৌশলী আতাউর রহমান, মোঃ আল-আমীন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।