নালিতাবাড়ী (শেরপুর) : খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শেরপুর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির, মেডিকেল অফিসার ডাঃ মোমেনা মুক্তি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা সমবায় কর্মকর্তা প্রণব ভট্টাচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, খোরশেদ আলম খোকাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সেমিনারে নিরাপদ খাদ্যের উপর নানাদিক তোলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।