রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় অসহায় প্রতিবন্ধিদের মাঝে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ১ মাসের প্রশিক্ষণ শেষে সনদ, কাপড়, ১৯টি সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রয়াস প্রকল্পের আওতায় দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণের পর সোমবার দুপুরে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় কুয়াকাটা পৌরসভা মেয়র আঃ বারেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন- কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন (সীমা), কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, আয়োজক সংস্থা এডিডি প্রজক্ট কো-অডিনেটর আল্লামা ইকবাল, কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, সিনিয়র সাংবাদিক বাবু অনন্ত কুমার মুখার্জী, সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু তাহের ভূঁইয়াসহ অনেকে।