ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে সহোদর বড় বোনের সাথে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে লিপি আক্তার নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। লিপি আক্তার ওই গ্রামের আজিজ মিয়ার কন্যা।
সূত্র জানায়, সহোদর বড় বোন লিপার সাথে মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে ঝগড়া বাধে লিপির। ঝগড়ার একর্পযায়ে দুই বোনের মাঝে মারামারির ঘটনাও ঘটে। পরে এ নিয়ে অভিমান করে সবার অজান্তে নিজেদের ঘরে এসে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ছোট বোন লিপি। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে লিপিকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত লিপির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।