ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : ১৯ জানুয়ারি মঙ্গলবার শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম টাইগার ও কাউন্সিলর পদে সায়েব আলী’র মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে অনুষ্ঠিত প্রার্থীতা বাছাই কার্যক্রমে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার নিলুফা আক্তার এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এন.এম সাজ্জিল সাদিক।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায, ১৯ জানুয়ারি প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাইয়ের কাজক্রম সম্পন্ন করা হয়। এসময় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম টাইগারের মনোনয়নপত্রে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর সমস্যার কারণে প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া ৮নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী সায়েব আলীর ঋণ খেলাপির দায়ে তার প্রার্থীতা বাতিল হয়েছে। অপরদিকে ৭ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী শাহজাহান আলী ও শহিদুর রহমান পৌরসভার ঠিকাদার। সেক্ষেত্রে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম চলমান থাকলে এবং পৌর মেয়র কর্তৃক প্রত্যয়ন পত্র জমা না দিলে তাদের প্রার্থীতা বাতিল হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এন.এম সাজ্জিল সাদিক।