কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় কাইউম হাওলাদার (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় এলাকাবাসীর কাছে সে গাঁজা কাইউম নামে পরিচিত।
পুলিশ সূত্র থেকে জানা যায়, মাদক ব্যবসায়ী কাইউমকে গ্রেফতারের পর ঘরের মেঝে খুঁড়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা, নগদ ১৪ হাজার ৩শ টাকাসহ একটি ডিজিটাল পরিমাপক (পালা) ও একটি মোবাইল জব্দ করা হয়েছে বলে ।