শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শিশু পরিবারের জন্য শীতকালীন কম্বল, খাদ্য রেশন ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবলাকোনা বিডি-০৪২৪ এর ব্যবস্থাপনায় অফিস প্রাঙ্গন মাঠে ২১৮ শিশুর পরিবারের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প লোকাল সেন্টার কমিটির সভাপতি ক্লেনসন থিগিদির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম. সাংমা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাবেলাকোনা বিডি-০৪২৪ এর ম্যানেজার মি. সুলভ রিছিল। টিউটর জীবন ¤্রং-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লোকাল সেন্টার কমিটির সদস্য পা: যোনাথন বনোয়ারী, ডি. বিহার জাম্বিল, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এসময় উক্ত প্রকল্পের সদস্য ২১৮ শিশুর পরিবারের প্রত্যেকের জন্য ২টি কম্বল, ৬ কেজি চাল, ডাল, আলু, ডিম, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য, কোভিড-১৯ প্রতিরোধে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবলাকোনা বিডি-০৪২৪ প্রকল্প সদস্যদের মাঝে সচেতনতা ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে।