এ জি মুন্না, নীলফামারী : নীলফামারীতে ধর্ষণ ও হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন করাদন্ড ও নির্দোষ প্রমানিত হওয়ায় চারজনকে বে-খুসুর খালাস দিয়েছে নারী-শিশু আদালত-২ এর বিচারক মোঃ মাহবুবর রহমান। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালতের এই বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাজ্জান সাইফুন বাজার এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে মকবুল হোসেন (৬০)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হালিমুর রহমান (৪৫) একই এলাকার বাসিন্দা মৃত মতিয়ার রহমানের ছেলে। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সাইফুনের পাড় এলাকার মৃত বছির উদ্দিনের দুই ছেলে আবদার রহমান (৬৫) ও এনামুল হক (৫০) মৃত টন্না মামুদের ছেলে মমিনুর রহমান (৪৫) এবং মৃত ফয়মুল্লার ছেলে ছবিদুল ইসলাম (৬০)।
তবে এই রায়ে অসন্তোষ বাদী পক্ষের লোকজন। উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান মামলা বাদী এলিজোন বেগম।
উল্লেখ্য, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাজ্জান সাইফুন বাজার এলাকার আব্দুল গনির মেয়ে মৗসুমি আক্তার (১৩) কে ধর্ষণ ও হত্যারা ঘটনায় মেয়েটির মা এলিজোন বেগম বাদী হয়ে গত ২০১৩ সালে ২৯ আগস্ট ডিমলা থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।