1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে গতরাত সাড়ে ১১টায় মধ্যপাড়া বাজার থেকে তিনজন মটরসাইকেল যোগে ফুলবাড়ী আসার পথে মহেশপুর মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে আসা খড়বোঝাই পিক-আপ ভ্যানের সাথে মুখোঁমূখী সংর্ঘষে ঘটনাস্থলে ফুলবাড়ী পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অসোক গুপ্ত এর একমাত্র ছেলে শুভজিৎ গুপ্ত (১৮) নামে ১ জন নিহত হন। সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় ফুলবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নির্মল গুপ্ত এর ছেলে কুড়িগ্রাম মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা প্রীতম গুপ্ত (২৬) ও কাঁটাবাড়ী গ্রামের কালিকান্ত রায়ের ছেলে পৃথীবি রায় (১৮) কে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ঐ রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে ব্যাংক কর্মকর্তা প্রীতম গুপ্ত মারা যান। এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ী শহরে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com