আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি সদস্য হাসিবুলের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ একজনকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে ডিবি সদস্যরা।
বুধবার সন্ধ্যায় শিবনগর ইউনিয়নের সুইচ গেট এলাকা থেকে অভিযান চালিয়ে উপজেলার পুকুরী এলাকার মৃত লালটু রায় এর ছেলে শ্রী নিরন্জন রায়কে এক কেজি গাঁজাসহ আটক করে থানায় সোপর্দ করে দিনাজপুর ডিবি সদস্যরা।
এ বিষয়ে ডিবি সদস্য হাসিবুল জানান, দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বার মহদয় এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় তার সঙ্গে ডিবির অন্যান্য সদস্যরাও ছিলেন।