শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র প্রার্থী এড. মেরাজ উদ্দিন চৌধুরী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। শনিবার (২৩ জানুয়ারী) বিকালে শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট তার প্রার্থীতা প্রত্যাহারের লিখিত আবেদনপত্র জমা দেন।
জানা গেছে, উপজেলা ছাত্র লীগের আহবায়ক এড. মেরাজ উদ্দিন চৌধুরী পৌরসভার মেয়র পদে আ’লীগের মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি গত ১৭ জানুয়ারী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।
শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি এবং সাধারন সম্পাদক এড. চন্দন কুমার পালের নির্দেশক্রমে শ্রীবরদী উপজেলা আ’লীগের সাংগঠনিক দায়ীত্বপ্রাপ্ত নেতা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ও শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হুসাইনের পরামর্শক্রমে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এনএম সাজ্জিল সাদিক এড. মেরাজ উদ্দিন চৌধুরীর প্রার্থীতা প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।