1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

প্রতীক বরাদ্দের পর বান্দরবানে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান: আসন্ন ৪র্থ দফা পৌরসভা নির্বাচন উপলক্ষে বান্দরবানে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা লটারীর মাধ্যমে ২ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী, ২৯ জন সাধারণ কাউন্সিলর ও ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পর থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। প্রার্থীদের পক্ষে ভোট চাইতে শহরে চলছে মাইকিং, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে লিফলেট বিতরণ করছেন সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পছন্দের প্রার্থীদের জন্য প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা।
জানা গেছে, বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
এদিকে সংরক্ষিত ২নং (৪,৫,৬) মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রার্থী এমেচিং এর বিপক্ষে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সদস্য সালেহা বেগম। দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। গতকাল মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৪নং ওয়ার্ডের দলীয় প্রার্থী দিলীপ কুমার বড়–য়া ও ৯নং ওয়ার্ডের প্রার্থী আবুল কালাম দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীতা প্রত্যাহার করলেও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সালেহা প্রার্থীতা প্রত্যাহার করেনি।
এছাড়াও ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুন গাজী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইসলাম বেবী, বিএনপি থেকে দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা, জাতীয় পার্টি থেকে মো: শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: নাছির উদ্দীন এবং বিধান লালা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রথমবারের মত ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌর এলাকায় মোট ভোটারের সংখ্যা ২৯ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ হাজার ৬০৯ জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com